Hot Posts

6/recent/ticker-posts

ফাইনালে গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতালেন, ম্যাচের পর জানলেন বাবা মারা গেছেন

 গতকাল সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন। ২৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক কারমোনা। এই গোলের উদ্‌যাপনে জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্টে ‘মার্চি’ নামের একজনের নাম দেখান কারমোনা। ফাইনালের পর তিনি জানান, সম্প্রতি তাঁর এক বন্ধুর মা মারা গেছেন। সেই বন্ধুকে বিশ্বকাপ ফাইনালের গোলটি ‘ট্রিবিউট’ দিয়েছেন।




তবে ট্রফি নিয়ে উদ্‌যাপন শেষে সবচেয়ে বড় মৃত্যুসংবাদটি শুনতে পান কারমোনা। তাঁকে জানানো হয়, স্পেনে থাকা তাঁর বাবা মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরএফইএফের বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘বিশ্বকাপ ফাইনালের পর কারমোনা দুঃখের সংবাদটি শোনেন। আমরা ওলগা ও তাঁর পরিবারের এই বেদনাদায়ক সময়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমায় ভালোবাসি। তুমিই স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’

Post a Comment

0 Comments