Hot Posts

6/recent/ticker-posts

ব্রেকিং নিউজ❗

 Fernando Diniz Announced 23 Men’s Brazil Squad / ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছায় পর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষ বলেভিয়া ও পেরু। আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১২ সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে নেইমাররা


কদিন আগে সৌদি লীগে যোগ দেওয়ায় নেইমার জুনিয়রের ব্রাজিল দলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ভক্তদের মনে। ব্রাজিলিয়ান সুপারস্টারকে আর জাতীয় দলে দেখা যাবে কিনা সেটা নিয়ে ছিল বড় প্রশ্ন। তবে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যে দল ঘোষণা করেছে ফার্নান্দো দিনিজ, সেখানে আছেন নেইমার জুনিয়র।




ব্রাজিলের স্কোয়াডটি দেখুন

Brazil 23 Men’s Squad for FIFA World Cup 2026 Qualifiers AgainstBolivia and Peru

GOALKEEPERS:

Alisson, Bento, Ederson

DEFENDERS:

Danilo, Vanderson, Caio Henrique, Renan Lodi

Gabriel Magalhaes, Ibanez, Marquinhos, Nino

MIDFIELDERS:

Andre, Bruno Guimaraes, Casemiro, Joelinton

Raphael Veiga

ATTACKERS:

Antony, Gabriel Martinelli, Matheus Cunha, Neymar jr, Richarlison, Rodrygo, Vinicius Junior


Post a Comment

0 Comments